চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল আমিন

স্টাফ রিপোর্টার: ‘মেধা ও সততায় গড়বো বাংলাদেশ’ স্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। আলোচক জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেন, কাজী নজরুল ইসলাম তোমাদের মত মানুষ ছিল, কাজী নজরুলের মত কবি হওয়ার স্বপ্ন থাকতে হবে। মানুষ হওয়ার স্বপ্ন থাকতে হবে। দেশ পরিচালার দায়িত্ব তোমাদের নিতে হবে। নৈতিক গুণসম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখা ও স্বপ্ন বাস্তবায়ন করা খুবই জরুরি। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাসেল, অধ্যাপক ড. কামরুল হাসান, শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন, ফোকাস বিশ্ব বিদ্যালয় কোচিং’র পরিচালক রুহুল আমিন মল্লিক। রহুল আমিন মল্লিক তার বক্তব্যে বলেন, তোমরাই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী, তোমারাই গুণী চিকিৎক, তোমরাই হবে প্রকৌশলী, তোমরাই হবে একজন রুহুল আমিন মল্লিক। তোমাদের জন্য দোয়া করি। এ সময় রুহুল আমিন মল্লিক ছাত্রদের সাথে প্রায় ৪০ মিনিট গল্প জমিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। হাফেজ সোলাইমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদরাসার নবম এবং দশম শ্রেণির ১ম থেকে ৯ম রোলধারী ৫ শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের অফিস সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More