স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের কলেজরোডের বিশ্বাস টাওয়ারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম (বার), জেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার।
দোয়া ও ইফতার মাহফিলে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য আবুল হোসেন মিলন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, ভারতের দিল্লিতে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপির আশু রোগ মুক্তি কামনা করে জীবননগরে বিশেষ দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে ছেলুন জোয়ার্দ্দার এমপির আশু রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও পৌর যুবলীগ সভাপতি এসএ শরিফুল ইসলাম ছোট বাবু প্রমূখ। আলোচনাসভা শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মো. ওয়ালিউল্লাহ। দোয়া অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শংকরচন্দ্র ইউনিয়নে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, শংকরচন্দ্র ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত মাহমুদ, শংকরচন্দ্র ইউপির সচিব আশাবুল হক মাসুদ, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আল ফারুকসহ ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে কুতুবপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলি আহম্মেদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মেহের আলী ম-ল, আব্দুল মোমিন, জামাত আলী, যুগ্মসম্পাদক রাকিবুল ইসলাম, আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, দপ্তর সম্পাদক হাশেম রেজা, সহ-দপ্তর বদর উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, বদরগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি এএনএফ আশিফ, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, যুগ্মসম্পাদক সবুর বিশ^াস, ১নং ওয়ার্ড সভাপতি আলফাজ উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি শহর আলী, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রোকনউজ্জামান, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তমছেল হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি আবু বাক্কা, সাধারণ সম্পাদক আমিল হক, ৯নং মগবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ, ইউপি সদস্য রেজাউল করিম, আব্দুল হালিম, আজিজুল হক আংগুর, ফজলুল হক, জাহিদুল ইসলাম, মোসলেম উদ্দিন, প্রভাষক বাকিবুল ইসলাম, ফারুক হোসেন, আরিফুল ইসলাম, টুটুল, প্লাবন, মারুফ হোসেন, জিল্লুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালানা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ঈমাম মাওলানা জেকের আলী।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করে। উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ শিলু, সহসভাপতি লাল মোহাম্মদ জেয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আইনাল হক, সাংগঠনিক সম্পাদক মারফত আলী, হেলাল মাস্টার, লাল্টু মেম্বার, ওমর মালিথা, বেল্টু, শিলু, রিফাজ্জেল, রাজিব, অ্যড. টিপু, জুয়েল, কালু, কালাম, আশা, ইব্রাহিম, মন্টু, ছাত্রলীগের হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হারদী বাইতুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মোরশেদ আলম। অনুষ্ঠানে সহযোগিতা করেন হারদী ইউনিয়নের সচিব আলমগীর হোসেন।