চুয়াডাঙ্গায় একই পরিবারের দু’শিশুসহ ৪ জন করোনা আক্রান্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আরও ৪জন আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্ত ৪ জনই চুয়াডাঙ্গা জেলা শহরের সিঅ্যান্ডবিপাড়ার একটি পরিবারের সদস্য। এদের মধ্যে দুজন শিশুও রয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে সোমবার ২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ২০ জনের নেগেটিভ হলেও একই পরিবারের ৪ জনের পজেটিভ। এ দিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ২০ জন। সোমবার ৬ জন সুস্থতার ছাড়পত্র পেয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ ১৫ জন। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। বর্তমানে অসুস্থদের মধ্যে ১০ জন হাসপাতালে ও ৫৩ জন নিজেদের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।