স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ একজনকে আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে সদর উপজেলার হাতিকাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।
পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার হাতিকাটা গ্রামে অভিযান চালান। এ সময় ৫পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ সদর উপজেলার আলুকদিয়া রাজাপুর বেলেপাড়ার রবিউল ইসলাম খোকনের ছেলে আশরাফুল ইসলাম ডারবিকে (২০) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত আশরাফুল ইসলাম ডারবিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।