স্টাফ রিপোর্টার: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দৌলাতদিয়াড় তাননিম-নূর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ পেয়ার মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম আজাদ। জেলা শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি তুষার ইমরান সরকার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি জিনারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সহ-সভাপতি নাজিম উদ্দীন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না। দেশের সার্বিক উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করতে এবং দেশের অর্থনীতিকে উন্নত করতে ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’ জেলা সম্মেলনে আগত নতুন শ্রমিকগণ ইসলামী আদর্শ ও শ্রম নীতিতে উদ্বুদ্ধ হয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এ যোগদান করেন। সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে মুহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি, সহ-সভাপতি-আলহাজ্ব আবু হানিফ ও মাওলানা মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.