চুয়াডাঙ্গায় আরও ৩জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৫৩ জন। গতকাল বুধবার আরও ১ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ ৫৭ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল বুধবার নতুন ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। গতকাল পূর্বের ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ২৩ জনের নেগেটিভ হলেও পজেটিভ হয়েছে ৩ জনের। এদের মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা, একজন দামুড়হুদার হেমায়েতপুরের ও অপরজন আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে বাসিন্দা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থদের মধ্যে প্রাতিষ্ঠানিক তথা হাসপাতালে আইসোলেশনে ছিলেন ১৩ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৪২ জন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪১ জনের। শীতের মধ্যে করোনা ভাইরাস আশঙ্কাজনক হারে সংক্রমণ হতে পারে। স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের তরফে পুনঃপুন অনুরোধ জানিয়ে সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয়া হয়েছে।