চুয়াডাঙ্গায় আরও পাঁচজনের করোনা শনাক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন। এর মধ্যে জেলায় ১৮৯জন এবং জেলার বাইরে ২০জন মারা গেছেন। গতকাল শনিবার জেলায় ৯০টি নমুনা পরিক্ষার করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শনিবার ৪৯ নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৬৭ জন। এ দিন ৯০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৪৮ জনে। এ দিন কোন রোগী সুস্থতার সনদ পাইনি। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৬৫০ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন আটজন এবং বাড়িতে রয়েছেন ১৩০জন। নতুন যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে সদর উপজেলার একজন, আলমডাঙ্গায় দুজন, জীবননগর উপজেলার দুজন রয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ বলেন, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় মোট ৮৮জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।