চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা আক্রান্ত : নতুন ২০ জনের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৪৬ জন। গতকাল সোমবার একজনও সুস্থতার ছাড়পত্র পাননি। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা পূর্বের ন্যায় ১ হাজার ৪৫৩ জনই রয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল সোমবার পূর্বের ২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পায়। এর মধ্যে ২২ জনের নেগেটিভ হলেও পজেটিভ হয়েছে দুজনের। এরা হলেন, জেলা শহরের বাসিন্দা। একজন জেলা শহরের কবরী রোডের, অপরজন এনএসআই অফিসের। নতুন শনাক্ত দুজনই হোম আইসোলেশনে রয়েছেন। গতরাতে শেষ খবর পাওয়া পার্যন্ত জেলায় বর্তমানে অসুস্থদের মধ্যে ১৫জন প্রাতিষ্ঠানিক তথা হাসপাতালে ও ৩৭ জন হোম তথা বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এদের রিপোর্ট আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে হাতে আসতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভাইরাস বিশেষজ্ঞরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলে আসছেন, মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি মেনে না চললে শীতের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশে^র অনেক দেশেই শীতের মধ্যে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কিছু দেশ ইতোমধ্যে দ্বিতীয় বারের মতো লকডাউন করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে প্রধানমন্ত্রী স্পষ্টভাষায় বলেছেন, একজনকে করোনা ভাইরাস আক্রান্ত রেখে দেশের কেউ নিরাপদ নন। জেলা প্রশাসনও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচার প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। যদিও বাজারে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তেমন নজির মিলছে না।