স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল বুধবার সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৯ জন। এর মধ্যে জেলায় ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন। গতকাল বুধবার ৮৯টি নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭৬ জন। এদিন ৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৮ হাজার ২৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৩৯ জনে। এদিন সুস্থতার সনদ পেয়েছেন ২৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৪৮৯ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬জন এবং বাড়িতে রয়েছেন ১৩৫ জন। নতুন যে তিনজনের করোনা শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার দুজন ও আলমডাঙ্গায় একজন রয়েছেন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, বুধবার করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কারোর মৃত্যু হয়নি। এদিন নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৮জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ