স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৪ জনের নেগেটিভ হলেও একজনের পজিটিভ হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি জীবননগর পোস্ট অফিসপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গায় নতুন একজনের শনাক্ত দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৩১ জনে। গতকাল সুস্থ হয়েছেন ১২ জন। এ দিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৪শ ৩৪ জন। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। গত পরশু ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করলেও গতকাল রিপোর্ট এসেছে মাত্র ৫ জনের। গত পরশু চুয়াডাঙ্গার দামুড়হুদা কার্পাসডাঙ্গার একজনের মৃত্যু দিয়ে মোট মৃত্যুর সংখ্যা রয়েছে ৪১ জন। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৭ জন। বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৩৮ জন।
শীতের মধ্যে নোভেল করোনা ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। বিষেজ্ঞরা বারবারই সকলকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আসছে।