চুয়াডাঙ্গায় আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার

চোরাই ইজিবাইক উদ্ধার : চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার: চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। গত পরশু সোমবার দিনগত রাতে যশোর, লড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ একটি দল। গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা অভিনব কৌশলে নিজেদেরকে ডিবি পুলিশ, র‌্যাব বা সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া নেয়। পথিমধ্যে চালককে নানা অজুহাতে কাজে পাঠিয়ে তারা কৌশলে ইজিবাইক চুরি করে পালিয়ে যায়। গতকাল বুধবার বিকেলে সদর থানায় প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন-পটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাস গ্রামের মৃত চান্দু মল্লিকের ছেলে হারুন মল্লিক বাদল (৪২), নড়াইল কালিয়া খানার বিলবাউস গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে মতিয়ার রহমান মোল্লা মতিন (৫৫), নাটোর সদর উপজেলার পারহাটঘড়িয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে হাসান (৩৫), ফরিদপুর জেলার সদর উপজেলার দক্ষিণ টেপখোলা গ্রামের মৃত বদর উদ্দিন মল্লিকের ছেলে টিটু মল্লিক (৪৫) ও মাগুরা জেলার মহাম্মদপুর থানার বালিদিয়া গ্রামের মুরাদের ছেলে শাহিদুল মোল্লা (২০)। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, গত ১ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গার ইজিবাইক চালক জাহাঙ্গীর আলমের ইজিবাইকে শহরের বাদুরতলা থেকে একজন যাত্রী কবরী রোডে যাওয়ার জন্য ওঠে। কবরী রোডে থাকা একটি প্রাইভেটকারের কাছে ইজিবাইকটি থামাতে বলেন। ইজিবাইকটি থামলে প্রাইভেটকার থেকে একজন নেমে নিজেকে ডিবি অফিসার পরিচয় দেয়, আর ইজিবাইকে থাকা ব্যক্তি তাকে স্যার বলে সম্বোধন করে প্রাইভেটকারে ওঠে। এরপর ডিবি পরিচয়দানকারী ইজিবাইকে উঠে কলেজ রোডের দিকে রওনা দেয়। চালক জাহাঙ্গীর প্রস্রাবের জন্য ইজিবাইকটি রাস্তার পাশে রেখে ফিরে এসে দেখে ইজিবাইকটি খুব দ্রুত রেলস্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় চিৎকার ও খোঁজাখুঁজি করেও ইজিবাইক বা প্রাইভেট কারের সন্ধান না পেয়ে হতাশ জাহাঙ্গীর কান্নায় ভেঙে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক জাহাঙ্গীর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই রাজীব আলী চোরাই ইজিবাইক ও চোরদের গ্রেফতারে কাজ শুরু করে। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই রাজীব আলী, জেল গোয়েন্দা পুলিশের এসআই মুহিদ, এএসআই রজিবুল, এএসআই রমেন সরকার সঙ্গীয় ফোর্সসহ যশোর ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ ৫জনকে গ্রেফতার করে এবং আসামিদের কাছে তথ্য নিয়ে মাগুরার মহম্মদপুর থানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত আসামিদের কাছে থাকা প্রাইভেটকার, ইজিবাইকের মাস্টার চাবি, সাংবাদিকের ভুয়া পরিচয়পত্রসহ তিনটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা জানায়, তারা সঙ্ঘবদ্ধভাবে প্রাইভেট কারে নিজেদের ডিবি/র‌্যাব/সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া করে। আরও বিশ্বাসযোগ্য করতে নিজেদের মধ্যে কাউকে বড় পদমর্যাদার অফিসার পরিচয় দিয়ে নিজেরা স্যার সম্বোধন করে কথা বলে। পথিমধ্যে কখনো ইজিবাইক চালককে ইজিবাইক থামিয়ে বিভিন্ন অযুহাতে বাইরে পাঠায়। ইজিবাইক চালক তাদের কথামতো ইজিবাইক রেখে বাইরে গেলে কন্ট্যাক্ট সুইজের তার কেটে অথবা তাদের কাছে থাকা মাস্টার চাবি দিয়ে ইজিবাইক চালিয়ে নিয়ে কৌশলে সটকে পড়ে। প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More