স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা আনসার কমা-ার ফারুক ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী (বিএম)। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক সামসুল হক। এছাড়াও স্বাবলম্বী হওয়া ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ভিডিপির সদস্য আব্দুল কাদের। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএম) বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনার পর আমরা যে আকাংখা করেছিলাম সেটুকু পাইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। বাংলাদেশে নতুন কিছু হবে সেই স্বপ্ন বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছি। দেশের কোন মানুষ আর্থিকভাবে সফলতা লাভ করলে তার নিজের উন্নয়নের পাশাপাশি সেটা রাষ্ট্রের উন্নয়ন। আনসার ও ভিডিপির সদস্যরা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে। পরে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় ৩০জন আনসার সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.