চুয়াডাঙ্গায় আদালতে শুনানির সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আদালতে শুনানির সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান আলী। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে তিনি একটি মামলার শুনানি করছিলেন। সিনিয়র আইনজীবী শাহজাহান আলী ছিলেন জেলা শহরের গুলশানপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি ছিলেন। তার মৃত্যুর কারণে আজ বুধবার আদালতের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং শোকসভা অনুষ্ঠিত হবে। গতকাল রাত ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

অ্যাডভোকেট শাহজাহান আলীর ছোট ভায়রা অ্যাডভোকেট আকবর আলী বলেন, অ্যাডভোকেট শাহজাহান আলী বেলা দেড়টার দিকে জীবননগর আমলি আদালতে একটি মামলার শুনানি করছিলেন। এ সময় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে আইনজীবীরা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে বেলা ২টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে অ্যাড. শাহাজাহান আলীর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহজাহান আলী চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার বাসিন্দা ছিলেন। তার নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুরে। মরহুমের লাশ একনজর দেখতে বিকেলে গ্রামের বাড়িতে নেয়া হয়। অ্যাড. শাহাজাহান আলীর মৃত্যুতে গভীর শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। সিনিয়র আইনজীবীর মৃত্যুতে আজ বুধবার সকালে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী।

প্রসঙ্গত: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. শাহাজাহান আলী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি হিসেবেও একসময় দায়িত্ব পালন করেছেন। তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More