চুয়াডাঙ্গায় আদর্শ চাষি সোহাগ হোসেনের অভিজ্ঞতা বিনিময়
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা অঞ্চলের মাটি বিদেশী ফল চাষের উপযোগী হওয়ায় প্রতিবছর বাড়ছে এ চাষের পরিধি। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরে প্রশিক্ষনার্থীদের বিদেশি ফল উৎপাদন, চারা তৈরী ও পরিচর্যা বিষয়ক হাতে কলমে অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ দেয়া হয়। চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামের চাষি ও চারা উৎপাদনকারী সোহাগ হোসেনের সাথে যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণার্থীদের সরাসরি অভিজ্ঞতা ও মতবিনিময়য়ের আয়োজন করা হয়। সোহাগ হোসেন কমলা, থাইপেয়ারা, মালটা, বেদানা, কাসমেরী কুল চাষ ও চারা উৎপাদন করেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে কুতুবপুরের মাঠে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন যুব উন্নয়নের ৬০ জন প্রশিক্ষানার্থী। প্রশিক্ষণার্থীর সাথে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের প্রশিক্ষক পশুপালন এফএম মাহামুদ হাসান পলাশ, প্রশিক্ষক কৃষি আবুল বাশার, প্রশিক্ষক শহিদুল ইসলাম, বিজয় শর্মা, আদর্শ কৃষক সোহাগ হোসেন।