চুয়াডাঙ্গায় আগামী ১৭ এপ্রিল থেকে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২০২৫ সালে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বিনামূল্যে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রদান করছে। আগামী ১৭ এপ্রিল থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে এ ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য নির্ধারিত রিপোর্টসমূহ সঙ্গে নিয়ে ভ্যাকসিন গ্রহণের জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন। চলতি বছরে চুয়াডাঙ্গা জেলা থেকে ২৬৬ জন ব্যক্তি হজ পালনে পবিত্র সৌদি আরবে যাবেন। এরমধ্যে সরকারিভাবে ১০ জন রয়েছে। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম শাহিন কবীর জানান, ২০২৫ সালে চুয়াডাঙ্গা জেলা থেকে পবিত্র হজ পালনে সরকারিভাবে ১০জন যাবেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, যে সকল হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাবেন তাদের জন্য সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। আগামী ১৭ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More