স্টাফ রিপোর্টার: সারাদেশের চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি রহমান (৩৮), আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম (৪০), দামুড়হুদা থানা এলাকা ৩নং কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম (২৫) এবং জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল শাহ (৫০)। কনক কুমার দাস বলেন, গ্রেফতাররা সবাই আওয়ামী লীগের সক্রীয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার মামলা রয়েছে জেলার চারটি থানায়। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.