চুয়াডাঙ্গায়ও করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে : নতুন ৫ জনের মধ্যে একজনকে ঢাকায় রেফার্ড
স্টাফ রিপোর্টার: দেশের অন্যান্য এলাকার মতো চুয়াডাঙ্গাতেও নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত শুক্রবার নতুন দুজন ও গতকাল রোববার ৩ জন কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৯ জন। মারা গেছেন ৫১ জন।
চুয়াডাঙ্গায় গতকাল রোববার যে তিনজন শনাক্ত হয়েছেন তার মধ্যে দুজন বিজি হাসপাতালের এবং একজন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার। পলাশপাড়ার নারীকে গতকালই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। শুক্রবার যে দুজন শনাক্ত হন তাদের মধ্যে একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলা শহরের মুসলিমপাড়ায় ও অপরজন দর্শনা মোবারকপাড়ার বাসিন্দা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুজন, বাড়িতে ৫ জন আইসোলেশনে ছিলেন। একজনকে ঢাকায় নেয়া হয়েছে।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমিত হচ্ছে। ফলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারও পুনঃ পুনঃ অনুরোধ জানানোর পাশাপাশি সকলকে সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানানো হচ্ছে। যদিও মাস্ক পরা এবং সামাজিক দূরুত্ব বজয় রাখার তেমন নজির মিলছে না। এ কারণেই সংক্রমণ বেড়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্তব্য করছে।