স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটিতে বৈদ্যুতিক মিস্ত্রীর সামান্য ভুলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় বিশ্বাস (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার পৌরসভাধীন হাজরাহাটি গ্রামের পীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় বিশ্বাস ওই এলাকার শাহাজান বিশ্বাসের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিন ভাই বোনের মধ্যে হৃদয় বিশ্বাস ছিল সবার বড়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে বৈদ্যুতিক খুটিতে বৈদ্যুতিক কাজ করছিলেন এক মিস্ত্রী। এ সময় বৈদ্যুতিক মিস্ত্রী নেগেটিভ-পজিটিভ দুটি তারের মধ্যে একটি তার কেটে হৃদয়কে তারটি অন্যত্র সরিয়ে ফেলতে বলেন। এরপরই ঘটে বিপত্তি। পজিটিভ তারটি নিচে থাকা পানিতে পড়লে পানি বৈদ্যুতায়িত হলে হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হৃদয়ের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বড় ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। বারবার মুর্চ্ছা যাচ্ছেন বাবা শাহাজাহান বিশ্বাস। হৃদয়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হৃদয় বিশ্বাসকে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই হৃদয় বিশ্বাসের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.