গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া মাদরাসাপাড়ায় দেড় বছর বয়সী আব্দুল্লাহ হোসেন নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ডু নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের মাদরাসাপাড়ার রিয়ন হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশু গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তার পিতার কাছে শুয়েছিলো। পরে পিতার কোল থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ পরিবারের সকলের অগোচরে থাকার পর তাকে খুঁজতে থাকে। পরে বাড়ীর পাশে পুকুরের কাছে গেলে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন তার পিতা। সাথে সাথে পুকুর থেকে তুলে দ্রুত বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতুদহ ক্যাম্প ইনচার্জ আমিনুল ইসলাম। মৃত শিশুর পরিবারকে আইনী প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে গতকালই বিকেল ৪টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফনকাজ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ