চুয়াডাঙ্গার সুজায়েতপুর মাঠে কৃষকদের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ ক্যাম্পের অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মাঠ থেকে দুই কৃষকের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে মাঠ থেকে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে। সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার তিতুদহ ক্যাম্পের অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের পানচারার মাঠ থেকে মৃত আনছার মল্লিকের ছেলে আলামিন মল্লিকের একটি ও একই গ্রামের কাটাখালি মাঠ থেকে মৃত খোরশেদ মল্লিকের ছেলে সামিউল হোসেনের সেচ প্রকল্পের কাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুজায়েতপুর গ্রামের শরিফুল ইসলাম বলেন, চুরির বিষয়টি খুবই দুঃখজনক। তাদের প্রায় দেড় লাখ টাকার মত ক্ষতি হয়েছে। এতে মাঠের সেচ কাজের বিঘœ ঘটবে। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন আমিও ওই গ্রামের লোকজনের কাছ থেকে শুনলাম। এদিকে এসব চোরের বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More