চুয়াডাঙ্গার সুজায়েতপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার সুজায়েতপুর গ্রামের পূর্বপাড়ায় প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী শ্যামলী খাতুন (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে তিনি আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের পূর্বপাড়ার প্রবাসী ফয়সাল গত ১০ মাস আগে সৌদিআরব যান। তাদের বিয়ে হয়েছে ১০-১২ বছর। সাংসারিক জীবনে তাদের একটি পুত্রসন্তান ও একটি কন্যাসন্তান রয়েছে। অভাব অনটনের সংসারে তিনি নানা চিন্তা ভাবনা করতেন। মাঝে মাঝে এক কথা একাধিকবার বলতেন। তিনি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। শ্যামলী খাতুন (৩৫) গতকাল সোমবার সকালে স্বাভাবিকভাবে রান্না শেষ করে ছেলেমেয়েকে খেতে দেন। খাওয়া শেষ করে তারা স্কুলে চলে গেলে পরিবারের সকলের অগোচরে নিজের ওড়না ঘরের বাঁশের সাথে পেচিয়ে আত্মহত্যা করেন। পরে একজন শিশু দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা তার ওড়না কেটে নিচে নামায়। প্রতিবেশীরা জানান, শ্যামলী খাতুন তার সংসার ছেলেমেয়ে নিয়ে নানারকম মানসিক টেনশন করতেন। তবে পরিবারের দাবি, তার মাথায় সমস্যা ছিলো। যার কারনে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোনো ফল পায়নি। অবশেষে গতকাল তিনি আত্মহত্যা করেন।