পাঁচমাইল প্রতিনিধি: জামায়াতে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে সরোজগঞ্জের জলিবিলা মসজিদে প্রস্তুতিরসভা শেষে ইউনিট গঠন করা হয়। সরোজগঞ্জ বাজার শাখার জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান সবদুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি হাজি মহরম মুন্সী। উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, সরোজগঞ্জ বাজার শাখার জামায়াতের সভাপতি মামুন হাওলাদার, মাসুম বিল্লাহ, কুতুব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন নতুন ইউনিট গঠনের সভাপতি এস আলম, সেক্রেটারি সেলিম রেজা, অর্থ সম্পাদক ফারদিন, আমিরুল ইসলাম শফি, মহন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফজলুল করিম।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.