চুয়াডাঙ্গার সরোজগঞ্জে প্রাইমারি স্কুলে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক

আপনার সন্তানকে চাপ দিয়ে নয় তাকে স্বাভাবিকভাবে পড়তে দিন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাকে চাপিয়ে দেয়া যাবে না, শিশুরা কতোটুকু চাপ নিতে পারে; তার দিকে খেয়াল রাখতে হবে। তাকে চাপ দিয়ে সকাল সন্ধ্যা পড়ার টেবিলে বসিয়ে রাখবেন না। আপনার সন্তানকে চাপ দিয়ে নয় তাকে স্বাভাবিকভাবে পড়তে দিন। তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে সে স্কুলে যাই কি না রাতে বাড়ি ফেরে কিনা, বাড়ি ফিরে পড়তে বসে কি না। বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হয়ে যায়। লেখাপড়া তার আতঙ্ক কারণ যাতে না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে বিদ্যালয়ের শিক্ষকদের নিকট খোঁজ খবর নিতে হবে সে বিদ্যালয়ে ঠিক মতো আসছে কি-না। বিদ্যালয়ে নিয়মিত আসলেই আস্তে আস্তে মেধার বিকাশ ঘটবে। পরীক্ষায় কখনো খাবার হয় তাকে বলতে হবে তুমি চেষ্টা করো। এমন কিছু করা যাবে না যেমনটি বিদ্যালয়ে ফলাফল নিতে এসে খারাপ করেছে। সকলের সামনে তাকে মারধর করার ফলে সে খারাপে দিকে ধাবিত হতে পারে; এটাও করা যাবে না। মাঝে মাঝে সন্তানের সাথে গল্প করুন। দেখবেন; সেই গল্প থেকে ভালো কিছু হতে পারে। তার প্রতি রাগ ক্ষোভ দেখিয়ে লাভ নেই, তাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। তাকে ভালবাসা দিয়ে ভালো করা সম্ভব। অসুস্থ প্রতিযোগী করার দরকার নেই, তাকে সুস্থ থাকার মধ্যদিয়ে কিছু শিখুক, স্বাবাভিকভাবে নিলে সে ভালো করবে। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মমতাজ, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More