চুয়াডাঙ্গার সরোজগঞ্জে উদ্যোক্তাদের ১২দিনব্যাপী অন দ্যা জব প্রশিক্ষণ সম্পন্ন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে উদ্যোক্তাদের অন দ্যা জব ১২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরোজগঞ্জ জনতা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অমিদুল হাসান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইএফডিসি প্রজেক্টের যশোর অঞ্চলের সমম্বয়ক আব্দুল মান্নান, নার্সারি প্রশিক্ষক মখলেচুর রহমান, জনতা রিসার্স ট্রেনিক এন্ড সাপোর্ট সার্ভিসের ট্রেনিং কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন, সহকারী প্রজেক্ট ম্যানেজার মারজিয়া হক টুম্পা, তানজীর আহমেদ। প্রসঙ্গত; কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) শীর্ষক প্রকল্পের আওতায় গত ২৯ জানুয়ারি সকালে প্রশিক্ষণে উদ্বোধন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More