ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জালশুকা গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশ^বর্তী শ্রীকোল খালপাড়ার পাখিভ্যান চালক আরমান আলীর বিরুদ্ধে। গত রোববার বেলা ১১টার দিকে পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন গৃহবধূ। তিনি বলেন, শ^াশুড়ি চিত্রা নদীতে কাপড় ধুয়ে দিচ্ছিলেন। সে ধোয়া কাপড় নিয়ে রোদে শুকানোর জন্য বাড়ীর পাশে আড়াই দিচ্ছিলেন গৃহবধূ। এসময় শ্রীকোল খালপাড়ার মৃত গোলাম ম-লের ছেলে আরমান বাড়ির পাশে পাখিভ্যান রাখেন। তা দেখে গৃহবধূ বাড়ীর মধ্যে চলে যান। পিছু পিছু আরমানও তাদের বাড়ীর মধ্যে ঢুকে পড়েন। এ সময় গৃহবধূ বাড়ির মধ্যে ঢোকার কারণ জানতে চাইলে আরমান এক গ্লাস পানি চান। ওই গৃহবধূ তাকে টিউবওয়েল থেকে পানি খেতে বলে ঘরের মধ্যে চলে যান। এসময় বাড়ীতে কাউকে না দেখতে পেয়ে আরমান ঘরের মধ্যে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ করে। সে সময় এক ছেলে বাড়িতে ঢুকে বিষয়টি দেখে গৃহবধূর শ্বাশুড়িতে খবর দেয়। শ^াশুড়ি আসার সাথে সাথে আরমান ঘর থেকে বেরিয়ে যায়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
এলাকাবাসী জানিয়েছে, আরমান আলী গত তিন মাস পার্শ্ববর্তী বোয়ালিয়া গ্রামে এ ধরনের ঘটনা ঘটালে ২২ হাজার টাকা জরিমানা দিয়ে রক্ষা পায়। তবে এ ঘটনাটি ধর্ষণ নাকি পরকীয়া এ ব্যাপারে গ্রামের দোকানে দোকানে চলছে নানারকম আলোচনা সমালোচনার ঝড়।