ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শংকরচন্দ্রের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এডিবি’র অর্থায়নে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরআইসিপি)’র অধীনে ক্লাইমেট রিসাইলিয়েন্ট লোকাল ইনফ্রাকচার সেন্টার (সিআরইএলআইসি) এ প্রশিক্ষণের আয়োজন করেন। শংররচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরসিআইপি প্রকল্পের উপ-পরিচালক মো. মঞ্জুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. আক্তার হোসেন, এলজিইডি’র সহকারী প্রকৌশলী অর্পন পাল, আরসিআইপি প্রকল্পের ট্রেনিং কো-অডিনেটর মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন সংস্থা-পাস এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। প্রশিক্ষণে এলজিইডি প্রতিনিধি, শংকরচন্দ্র ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.