চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শংকরচন্দ্রের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এডিবি’র অর্থায়নে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরআইসিপি)’র অধীনে ক্লাইমেট রিসাইলিয়েন্ট লোকাল ইনফ্রাকচার সেন্টার (সিআরইএলআইসি) এ প্রশিক্ষণের আয়োজন করেন। শংররচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরসিআইপি প্রকল্পের উপ-পরিচালক মো. মঞ্জুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. আক্তার হোসেন, এলজিইডি’র সহকারী প্রকৌশলী অর্পন পাল, আরসিআইপি প্রকল্পের ট্রেনিং কো-অডিনেটর মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন সংস্থা-পাস এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। প্রশিক্ষণে এলজিইডি প্রতিনিধি, শংকরচন্দ্র ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More