স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যাদবপুরের আজিবার রহমানের ছেলে আব্দুল গাফফার, নুর নবী মো. ছোট, মো. মুসা ও হেবার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন একই গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী দিপা সুলতানা। তিনি অভিযোগে বলেন, অভিযুক্তরা জোরপূর্বক আমার জমি দখল করার পায়তারা করছে। নাঙল নিয়ে ‘আমার ধান চাষকৃত জমির ওপর দিয়ে গিয়ে আমারই জমি দখল নিতে যায়। আমরা বাধা দিলে তারা আমাকেসহ সালেহা খাতুন এবং রুমি খাতুনকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ সরজমিনে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করাকালীন পুলিশের সামনেই শিশু থেকে বড়দের বেধড়ক মারপিট করে। বিষয়টি পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারে না। ঘটনাস্থলে আহত হয়ে বর্তমানে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। এখনও পর্যন্ত এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন অভিযুক্তরা জমি দখল নিয়ে ধান লাগাচ্ছে। আমরা আবারও বাধা দিলে তারা আমার এবং আমার পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে জখম করে। জমিতে ধান লাগানো হচ্ছে সেটা বন্ধের জন্য এবং এর সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন দিপা সুলতানা। তিনি আরও বলেন, অভিযুক্তরা বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.