চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে অ্যাড. রাসেল

ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির বজলুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই মাসের মাধ্যমে আমাদের আত্মিক শুদ্ধি প্রয়োজন, পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত দেশ গড়তে হবে। সকলকে একত্রিত হয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ও কোরআনের আইন অনুযায়ী আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে, যাতে হানাহানি ও খুনোখুনি বন্ধ হয়। কোরআনের আইন বাস্তবায়ন হলে ধর্ষণ চাঁদাবাজ দখলদারিত্ব আর করার সুযোগ থাকবে না, তাই আগামীদিনে দেশকে শান্তি শৃঙ্খলা আনতে জামায়াত ইসলামীর কাতারে সামিল হোন।’ ইফতার মাহফিলে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, সদর উপজেলা জামায়াতের আমির বিলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, পদ্মাবিলা ইউনিয়ন আমির আসমান আলী ও সেক্রেটারি হাফেজ রাকিব প্রমুখ। ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল খালেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More