চুয়াডাঙ্গার মোমিনপুরে ‘ব্যাকা আকাশ’ গণপিটুনির পর পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুরে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য আকাশ ওরফে ব্যাকা আকাশকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী ও ছাত্রজনতা।
ঘটনাসূত্রে জানা গেছে, যুবলীগ নেতা ব্যাকা আকাশ ৫ আগস্টের পূর্বে মোমিনপুর ইউনিয়নের একাধিক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি ছিল। এছাড়াও ৫ আগস্টের পরে ছাত্রদল কর্মী সায়েমকে কুপিয়ে জখমের ঘটনাতেও তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় জনতা তাকে আটক করে মোমিনপুরের বিএনপি নেতৃবৃন্দের কাছে নিয়ে যায়। পরে উপস্থিত জনগণের সামনে বিএনপি নেতারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আকাশকে জিজ্ঞাসাবাদে মোমিনপুর ইউনিয়নের কুখ্যাত ‘প্রান্ত গ্যাং’-এর অস্ত্রভা-ার সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর পদক্ষেপ না নিলে এ ধরণের সন্ত্রাসীদের দৌরাত্ম্য আরও বাড়বে।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং একইসাথে আকাশের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More