চুয়াডাঙ্গার মেয়ে কানিজ ফাতেমা জুঁথি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। গতকাল শুক্রবার জুঁথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে অনেক শুভ কামনা জানান।
চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিকের মেয়ে কানিজ ফাতিমা জুঁথি সম্প্রতি সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা জেলা প্রশাসনে যোগদান করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি সেখানে যোগদান করেন। বর্তমানে তিনি রাজশাহীতে প্রশিক্ষণে আছেন। কয়েকদিন আগে জুঁথি চুয়াডাঙ্গায় আসেন এবং দক্ষিণ হাসপাতালপাড়ার বীর মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আব্দুল হান্নানের বাড়িতে গতকাল শুক্রবার দোয়া নিতে যান। এ সময় আব্দুল হান্নান দোয়া করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জুঁথি বলেন, আমি চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া চাই। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। উল্লেখ, ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের আগে জুঁথি সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। এখানে কর্মরত থাকার সময় তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত বৃহস্পতিবার নিজের জেলা চুয়াডাঙ্গার শেষ কর্মস্থল সোনালী ব্যাংকে গিয়ে তিনি সবার দোয়া নেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ