স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ছোটন আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে উদ্ধার করা হয় ১৫ গ্রাম গাঁজা। পরে তাকে জেল জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে পীরগঞ্জ ঠাকুরপুর গ্রামের ছোটন আলী বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ গ্রাম গাঁজা। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ছোটন ওরফে কালু একই গ্রামের সদর উদ্দিন ওরফে ফজলুর ছেলে। সাজাপ্রাপ্ত ছোটনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা।