স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ এশা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজমা মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। কৃষিবীদ আব্দুল কাদেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কোরআন মানুষের জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কোরআনের শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় বরং সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। বর্তমান সমাজের নৈতিক অধঃপতন রোধে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে। আমাদের জীবনকে কোরআনের শিক্ষায় আলোকিত করে সৎ এবং ন্যায়নিষ্ঠ পথে পরিচালিত করতে হবে। তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের প্রকৃত বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজন সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আমি সবাইকে কোরআন অধ্যয়ন এবং তা মেনে চলার আহ্বান জানাই।’ বক্তব্যের শুরুতে শরীফুজ্জামান জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শহিদদের স্মরণ করে বলেন, ‘তাদের প্রতি আমাদের চিরঋণী থাকতে হবে, তারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের কথা বলার স্বাধীনতা থেকে মৌলিক অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রেখেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের ত্যাগকে চিরদিন স্মরণ রাখব।’ তিনি উল্লেখ করেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী কর্মকা- দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। শেখ হাসিনার একনায়কতন্ত্রের শাসনামলে জনগণের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে। বিগত ১৬ বছরে দেশ পরিচালনায় শেখ হাসিনা যে চরম ব্যর্থ হয়েছে, ৫ আগস্ট তার পলায়ন ইতিহাসে লেখা থাকবে।’ শরীফুজ্জামান আরও বলেন, ‘আগামী বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভূমিকা হবে অগ্রগণ্য। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ, এবং সমতাভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যাশা করি। আমাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার এবং জনগণের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন মাওলানা আজিজুল ইসলাম জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা আবুজার গিফারী এবং বিশেষ বক্তা ছিলেন হাফেজ আব্দুল জলিল হাওদার। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ এবং জেলা ট্রাঙ্ক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম, মো. ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান মো. নরুল ইসলাম নুরু, থানা যুবদলের সাবেক সদস্য মো. মনিরুল ইসলাম অনিক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো. নুরুল ইসলাম। মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক। মাহফিলে মনসুর, রহিম, হাসমতসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.