স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার ভালাইপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন। পরে তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। আটককৃত দুজন হলেন, আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মাঝেরপাড়ার রবিউল ইসলামের ছেলে মানিক হোসেন (২৫) এবং সদর উপজেলার আলুকদিয়া হুচুকপাড়ার তৈয়ব আলীর ছেলে মঈনুল হোসেন (২৭)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ভালাইপুর মোড়ে অভিযান চালান। অভিযানকালে একটি ইটভাটার সামনে থেকে আটক করা হয় মানিক হোসেন ও মঈনুল হোসেনকে। এ সময় তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫৪ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন। পরে তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। আজ রোববার আটককৃতদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরে হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি : যুবক জেল হাজতে
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.