চুয়াডাঙ্গার ফুলকুড়ি শিশু বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফুলকুড়ি শিশু বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী ইনামুল হক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা। বিশেষ অতিথি ছিলেন রংধনু কোচিং সেন্টারের পরিচালক আব্দুস সালাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, চুয়াডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. বেলাল হোসেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ববধানে ছিলেন অধ্যক্ষ নাসিমা মরিয়ম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.