স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। দায়িত্বভার বুঝিয়ে দেয়ার কিছুক্ষণ পরেই বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম ঢাকার উদ্দ্যেশে রওনা হন। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে। চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালক হিসেবে পদায়িত হয়েছেন। তিনি ২০১৯ সালের ২৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ২৪তম বিএসএস’র একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি জাপান সরকারের স্কলারশিপে মাস্টার্স কোর্স সস্পন্ন করেছেন। তিনি ঢাকার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কৃতী সন্তান। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শৃঙ্খলা অধিশাখার উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল চুুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।