স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন। গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন এ সময় নবাগত জেলা প্রশাসককে জেলা পরিষদ কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান তা সাদরে গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসকদের কনফারেন্স শেষে যেকোনো সময়ে জেলা পরিষদ কার্যালয়ে পরিদর্শনে যাবেন তিনি।
এছাড়া, আরও পড়ুনঃ