স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার হেলাল উদ্দিনকে ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকালই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আটককৃত হেলাল উদ্দিন (৪০) চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার আবুছদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি শহরতলি দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ৩ টার দিকে সদর থানার এসআই মাসুদ রানা, এএসআই আলী জিন্নাহ, এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করা হয় হেলাল উদ্দিনকে। তার দেহতল্লাাশি করে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা। এ ঘটনায় গতকালই এসআই মাসুদ রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার হেলাল উদ্দিনকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ