স্টাফ রিপোর্টার: আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন। চুয়াডাঙ্গার দামুড়হুদায় রয়েছে তার চেম্বার। সেখানে তিনি ‘ডাক্তার’ হিসেবে পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে পরিচিত। তার নাম মো. জাহাঙ্গীর আলম। ফেনসিডিল বিক্রির অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু রোববার রাতে ঢাকার কল্যাণপুরের মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তারা ওষুধের মোড়কের আড়ালে কৌঁশলে ফেনসিডিল বিক্রি করতেন। গতকাল সোমবার মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি বলেন, জাহাঙ্গীর চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে। ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববারও ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করে ঢাকায় ফেনসিডিল আনেন জাহাঙ্গীর। গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ