বেগমপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গার তিতুদহে দলীয় অভ্যান্তরীন কোন্দলে নিহত বিএনপি নেতা রফিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে গতকাল রোববার সন্ধ্যায় তার বাড়িতে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এসময় নিহত তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি, ছেলে রাব্বি হোসাইন, মেয়ে রিয়া খাতুন ও মা নবীছনকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্বজন হারানোর শান্ত দেবার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা ও আইনী সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেদিকটি দেখবেন বলে বাবু খান বলেন। তিনি আরও বলেন, বিষয়টি দলের হাই কমা-কে জানানো হয়েছে। দলের বৃহত্তর স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে এতটুকু পিছুপা হবো না। ক্ষুদ্র বিষয় নিয়ে জীবন চলে যাবে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। তবে একটি বিষয় খেয়াল রাখতে এ বিষয়টিকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা জলে মাছ শিকার না করে সে দিকটিও খেয়াল রাখতে হবে। শুধু এ ঘটনাই না, এ ধরণের ঘটনা আর যেন না ঘটে সেটাও দেখা হবে। মানুষ তো ফিরিয়ে দিতে পারব না। তবে মানুষ হিসেবে, দল হিসেবে পাশে আছি। এগুলোর শান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত নেতা কর্মীরা দলীয় পদ ব্যবহার করে যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে দল থেকে সারা জীবনের জন্য বহিস্কারের দাবি তোলেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি খোকন খান, সাংগাঠনিক সম্পাদক ও চেয়ারম্যান ময়েন, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, দর্শনা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, দর্শনা থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল মুহিত, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্য সচিব জালাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শরীফুজ্জামান শামিম, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেন, দর্শনা পৌর বিএনপি নেতা খেদু, তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি খলিলুর রহমান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার রায়সা-বোয়ালিয়া বিলে অবৈধ বাঁধ ও কোমর উচ্ছেদ অভিযান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.