স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের সাবেক সাংগাঠনিক সম্পাদক নিহত রফিকুল ইসলাম রফিকের পরিবারের পাশে জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের খোঁজ খবর নেন ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁনের নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শাহাজান খাঁন নিহত রফিক ও আহত শফিকের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শান্ত¦না দেন। এ সময় শাহাজান খাঁন বলেন, রফিক ভাই ছিলো দলের জন্য নিবেদিতপ্রাণ। অনেক ত্যাগ শিকার করে দলকে ভালোবেসে গিয়েছে। দলের প্রতি তার যেমন আনুগত্য ছিলো রফিক ভাইয়ের হত্যা আমরা মেনে নিতে পারেনি আমরা চাই এই হত্যাকা-ের সঠিক বিচার। তাকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে দলীয় যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই এই হত্যাকা-ের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোনো হঠকারীতার স্থান দেবে না দেবে না। অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে পেয়ে নিহত রফিকের পরিবারের লোকজন বাধভাঙ্গা কান্নায় ভেঙে পড়েন। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে রফিকুল ইসলামের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাপতি শাহাজান খাঁন। পরবর্তীতে নিহত রফিকুল ইসলাম রফিকের কবর জিয়ারত করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন যুগ্মসাধারণ সম্পাদক রোকন জোর্দ্দার, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের সদস্য মাসুদ রানা শুভ, সহযোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল, পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সুমন আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকর আলী, সহসাংগঠনিক সম্পাদক ইকরা, মাখালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের হাসিব মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন শানু, তিতুদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি পিন্টু, তিতুদহ ইউনিয়ন ছাত্রদলের রাব্বিসহ নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৮ মার্চ শনিবার বেলা ১১টার দিকে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে রফিকুল ইসলাম রফিকে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.