চুয়াডাঙ্গার তালতলার কিশোর হুরায়রা নিখোঁজ : বাড়ির পাশের পুকুরে ফায়ার সার্ভিসের তল্লাশি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তালতলায় কিশোর আবু হুরায়রাকে খুঁজতে বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের একটি দল। ধারণা করা হচ্ছে বাড়ির পাশে ওই পুকুরে পড়ে নিখোঁজ রয়েছে ওই কিশোর। কিশোর আবু হুরায়রা (১১) চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের গোরস্তানপাড়ার আব্দুল বারেকের ছেলে।
জানা গেছে, স্কুলছাত্র আবু হুরায়রা নিজবাড়িতেই প্রাইভেট পড়ে। গতকাল বুধবার বিকেলে গৃহশিক্ষকের কাছে স্কুলব্যাগ রেখে ‘আসছি’ বলেই বের হয় হুরায়রা। তারপর আর বাড়িতে ফেরেনি সে। দীর্ঘসময় বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। না পেয়ে অনেকেই ধারণা করেন বাড়ির পাশে পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে হুরায়রা। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে গিয়ে পুকুর তল্লাশি শুরু করে। রাত ১০টার পর শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি কিশোর হুরায়রার। সেখানে পুলিশের উপস্থিতিতে তল্লাশি চলছিলো।