দুই প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার চারমাইল ও সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি অমান্য করায় দুটি প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চারমাইলে ভ্রাম্যমাণ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি অমান্য করার অপরাধে মেসার্স হালিমা ফুডের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অভিযান চালান সরোজগঞ্জ বাজারের মেসার্স বিশ্বাস সেমাইয়ের কারখানায়। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি অমান্য করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সরোজগঞ্জের তরমুজের বাজার তদারকি করেন তিনি। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব ও জেলা পুলিশের একটি টিম।