গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে মিলন হোসেন নামের এক কৃষকের ৭ শতাধিক ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ৭ শতাধিক ফলন্ত ড্রাগন গাছ কেটে দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মিলন হোসেন। এর আগেও দুইবার কৃষক মিলন হোসেনের ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছিল বলে জানা যায়।
সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন হোসেন তেঘরী বড়বন্দে মাঠে ৫ বিঘা জমি বাৎসরিক দেড় লাখ টাকায় লিজ নিয়ে ড্রাগন চাষ করে আসছেন। গত রবিবার রাতের আঁধারে কে বা কারা তার জমির ৭ শতাধিক ফলন্ত ড্রাগন গাছ কেটে দেয়। এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কৃষক মিলন হোসেন। গত ৫ মাস আগেও শত্রুতামূলক দেড় শতাধিক ড্রাগন গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। একই জমিতে বারবার এভাবে ড্রাগন গাছ কেটে দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মিলন হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মিলন হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আমি বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে এবং ঋণ নিয়ে ৫ বিঘা জমি বাৎসরিক ১ লাখ ৫০ হাজার টাকায় লিজ নিয়ে ড্রাগন চাষ করছি। গত রবিবার রাতে কে বা কারা আমার জমির ৭ শতাধিক ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে। তিনি আরও জানান, এর আগে দুইবার তার জমির ড্রাগন গাছ শত্রুতামূলকভাবে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা বারবার এমন কাজ করছে সেটা আমি বুঝতে পারছি না। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.