চুয়াডাঙ্গার গড়াইটুপিতে বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার জাহিদুল ইসলাম

পুলিশকে যেকোন ধরনের তথ্য দিয়ে আপনাদের নাগরিক সেবা গ্রহণ করুন
গড়াইটুপি প্রতিনিধি: ‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন, সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার ৯নং গড়াইটুপি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গড়াইটুপি প্রাইমারি স্কুলমাঠে এ সমাবেশের আয়োজন করে দর্শনা থানা পুলিশ। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. আবু সাইদ ও গীতা থেকে পাঠ করেন শ্রী সন্ন্যাসী কুমার পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মূলত বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভব। আমরা তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেবো। আপনারা তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন আমরা আপনাদের সেবা দেবো। এলাকার মাদক, বাল্যবিয়েসহ যেকোন অপরাধ সম্পর্কে আপনারা আমাদের জানাতে পারেন। করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন পুলিশ দিনরাত কিভাবে পরিশ্রম করেছে। বর্তমানে তথ্য হলো জ্ঞান। তথ্য দিন সেবা নিন। বর্তমান সময়ে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ একটি বিস্ময়কর সাফল্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা সম্প্রসারিত করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ। উন্নয়নের এ জয়যাত্রায় জনগণের পাশে থেকে পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিয়ে আধুনিক নগর সুবিধা তথা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং টেকসই করতে হলে দেশের প্রধান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশকেও একইযোগে এগিয়ে যেতে হবে। আধুনিক ও উন্নত বাংলাদেশের সাথে তাল মিলিয়ে পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ১৮৬০ সালে পুলিশ বাহিনী সৃষ্টি হয় মাত্র ৩টা কাজ নিয়ে। কিন্তু বর্তমানে পুলিশ বহুমাত্রিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। পুলিশ হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পছন্দের বাহিনী এই আশা ব্যক্ত করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য ফারুক হোসেন চাঁন। এর আগে গড়াইটুপি ব্রিজমোড়ের আনারুল ইসলামের সুপার শপ উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More