চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লাবলু রহমান: চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে খেলাধুলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। পরে দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণ করা হয়। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদরের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী ও সেক্রেটারি শরিফুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাহাজুল হক। চুয়াডাঙ্গা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, মোহাম্মদজমা ডিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী শংকর প্রসাদ অধিকারী, শওকত আলী ও আবু তাহের। তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই শফিউল আলম, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক হোসেন চাঁন ও হাফিজুর রহমান। দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইকলাচ রহমান, গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের সুপার ফাইভের সভাপতি রুবেল হোসেন, সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক কাফিরুল ইসলাম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাদেক আলী ও সাংগঠনিক সম্পাদক রুহুল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইয়ামিন হোসেন, সোলাইমান, নাসির উদ্দীন, রজব আলী, আদম হোসেন, রফিকুল ইসলাম, ফজলুর রহমান, উজির আলী, সাহাবুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহকারী শিক্ষক হারুন অর রশিদ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More