চুয়াডাঙ্গার খাড়াগোদায় যাত্রীবেশে উঠে চালককে মারধর করে পাখিভ্যান কেড়ে নেয়ার অভিযোগ
গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজার থেকে যাত্রীবেশে পাখিভ্যান ভাড়া নিয়ে চালককে বেধড়ক মারধর করে তার কাছ থেকে পাখিভ্যান কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়াবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিপুল হোসেন পাখিভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে ৪-৫জন বিপুল হোসেনকে সড়াবাড়ীয়া যাওয়ার নাম করে যাত্রীবেশে পাকিভ্যানে ওঠেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিপুল হোসেনকে সড়াবাড়ীয়া মাঠের নির্জন জায়গায় নিয়ে বেধড়ক মারধর করে তার কাছে থাকা পাখিভ্যান ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে তাদের হাত থেকে রক্ষা পেয়ে পার্শ্ববর্তী লোকালয়ে আসলে স্থানীয়রা তার আত্মীয়স্বজনদের খবর দেন। তার একটি চোখে মারাত্মক আঘাত পেয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অপরদিকে খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে আশপাশের মাঠঘাট অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ফেরত আসে। এদিকে স্থানীয়দের অভিযোগ গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে এর আগে স্বরণ কালের সবচেয়ে বড় ডাকাতি সংঘটিত হয়েছিলো। তারপরও ওই সড়কে পুলিশের ডিউটি তেমন চোখে পড়ে না। এতে ওই সড়কটি ঝুঁকিপূর্ণ। বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, তার গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.