স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোলে জফরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধার দিকে রাজারভিটার মাঠে এঘটনা ঘটে। আহত জফরুল ইসলাম সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের মাঝেরপাড়ার মৃত. গরজেনের ছেলে। আহত জফরুলের ছেলে লিটন আলী বলেন, প্রতিবেশি মৃত খেলাফত ম-লের ছেলে সাদল আলী গত চার বছর আমার চাচাতো ভাইয়ের জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছে। চলতি বছর লিজের মেয়ার শেষ হবার পর আমার বাবা জফরুল ইসলাম তিন বিঘা জমি ৪০ হাজার টাকার বিনিময়ে লিজ নেন। লিজ নেয়ার পর থেকেই সাদল আমাদের বিভিন্নভাবে হয়রানি করর আসছে। এই নিয়ে গতকাল সন্ধার দিকে রাজারভিটা মাঠে সাদল ও আমার বাবার সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সাদল ও তার ছেলে হেলাল আমার বাবাকে মারধর করে এবং হাসুয়া দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, জফরুলের অবস্থা শঙ্কামুক্ত। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ আছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। এদিকে এঘটনায় আহতের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ