চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও দলীয় নেতাকর্মীরা। গতকাল সোমবার দিনভর চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এসব ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় রেডক্রিসেন্ট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, ডেলিগেট ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের ও মাহাবুল ইসলাম সেলিম এবং যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এসময় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, ডা. ফকির মোহাম্মদ, অ্যাড. রফিকুল ইসলাম এবং ডা. নাহিদ ফাতেমা রতœাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার পক্ষ নব-নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সহ-সভাপতি তানজিলা মিনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাইজার হোসেন জেয়ার্দ্দার শিল্পী, সচিব কানিজ সুলতানা, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সদস্য নুরুন্নাহার কাকলি ও শেখ লিটন উপস্থিত ছিলেন।
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছে সাহিত্য চুয়াডাঙ্গা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সুমন ইকবাল, অর্থ সম্পাদক রিচার্ড রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, শিশু কিশোর বিষয়ক সম্পাদক খন্দকার রাবেয়া খাতুন রাবু, গ্রন্থাগারিক সম্পাদক মেহজাবিন রোজা এবং নির্বাহী সদস্য গোলাম কবীর মুকুল, হোসেন জাকির, সাধারণ সদস্য আশিকুজ্জান আসাদ প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.