ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলা শহরের কুলতরা বাজারের চা দোকানি ইমামুল হক ইমা। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোটচাঁদপুর-মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, বাজারে নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন ইমামুল হক। রাত ১২টার দিকে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে ঘটনা জানতে পেরে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে বিরোধ হয়েছিল ইমামুলের। ধারণা করা হচ্ছে তার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নাম জানাতে অস্বীকার করেছেন পুলিশের এ কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ