গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদসভা
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফের পাঞ্জাবির কলার ধরে গাড়িতে তোলায় নিন্দা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ দলীয় ৮ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও দর্শনায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে গত শনিবার গণমিছিলের প্রস্তুতিকালে শরীফুজ্জামান শরীফসহ ৮জনকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি নেতাদের দাবি, বিনা উসকানিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের মুক্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গায় সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আব্দুল জব্বার। খোন্দকার আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গায় গত শনিবারের গণমিছিল কর্মসূচি ছিলো শান্তিপূর্ণ। প্রেসক্লাবের পাশে নেতারা বসে ছিলেন, কর্মীরা আসছিলেন। হঠাৎ বিনা উসকানিতে শরীফুজ্জামান শরীফকে পাঞ্জাবির কলার চেপে ধরে যেভাবে পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়েছে, তা ন্যক্কারজনক। অতি উৎসাহী দু-একজন পুলিশ কর্মকর্তার কারণে গোটা পুলিশ বাহিনী আজ বিতর্কিত হচ্ছে। খোন্দকার আব্দুল জব্বার আরও বলেন, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, ভাত ও ভোটের অধিকার আদায় করার লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে। আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী এই সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, সিনিয়র সহ-সভাপতি এমআর মুকুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান শেখন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার হিমু, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন শেখ টিটন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন স্বপন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পী ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। সমাবেশ চলাকালে নেতা-কর্মীরা শরীফুজ্জামান শরীফসহ দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। প্রতিবাদ সমাবেশের আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গায়েবানা জানাজায় শরিক হন নেতাকর্মীরা। জানাজা পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. আনোয়ার হোসেন। দর্শনা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান সহ নেতৃৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। দর্শনা থানা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল রোববার বিকেলে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির প্রধান সমন্বয়ক খাজা আবুল হাসনাত। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল্লাহ শফি, আজিবর রহমান, আসলাম আলী, মহব্বত আলী, শরিফুল ইসলাম, ফরজ আলী, লিটন মিয়া, আব্দুর রশিদ, রেজাউল ইসলাম, বাদশা, আহম্মদ, ফারুক, মিলন মোল্লা, জালাল উদ্দিন লিটন, শহিদ, ছাত্রদলনেতা জাকির, সুজন, পলাশ, রাজ, মানিক প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ সকল রাজবন্দীদের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রতিবাদসভা করেছে দামুড়হুদা উপজেলা বিএনপি। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ঈদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, সাধারণ সম্পাদক রুহুল আমীন, সহ-বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।